শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেতারা শুধু মোবাইল ও ল্যাপটপ চুরি করে

তারা শুধু মোবাইল ও ল্যাপটপ চুরি করে

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী লক্ষীপুর গ্রামের ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান (২৫), নোয়াখালীর হাতিয়ার দক্ষিণ হাতিয়া গ্রামের মো. মনির হোসেনের মেয়ে তাসলিমা বেগম (২০), বরিশালের কাউনিয়ার চরবাড়ীয়া ভেদী বাড়ি গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান (২৬) ও মো. রিপন (৩২)।

ওসি মাঈনুর রহমান চৌধুরী জানান, বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু চুরি করা মোবাইল ও ল্যাপটপ পাওয়া যায়। চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়