মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেজামিন পেলেন স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল

জামিন পেলেন স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল

প্রাইম ডেস্ক »

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া মুন্সিগঞ্জের স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পেয়েছেন আজ।

শুনানি শেষে রোববার (১০ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া পাঁচ হাজার টাকা বন্ডে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, সন্ধ্যার মধ্যে আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছাবে। কারা কর্তৃপক্ষ আদেশটি পর্যালোচনা করে সে অনুযায়ী তাকে মুক্তি দেবে।

সম্প্রতি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞান ও ধর্ম নিয়ে বিতর্ক হয়। সেই বিতর্ককে শিক্ষকের অজান্তে রেকর্ড করে ক্লাসের বাইরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ক্লাসেরই শিক্ষার্থীরা।

এরপর ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে আটক করায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক মানবাধিকার সংস্থা হৃদয় মণ্ডলের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়