শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেশৈত্যপ্রবাহ হওয়ার দিনক্ষণ জানালো আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ হওয়ার দিনক্ষণ জানালো আবহাওয়া অফিস

প্রাইম ভিশন ডেস্ক »

শুরু হয়েছে মাঘ মাস। পৌষ মাস শেষ হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। চলতি মৌসুমে তিন ধাপে শৈত্যপ্রবাহ এলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শনিবারের পর ক্রমশ তাপমাত্রা কমতে পারে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

গত মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মৌসুমে শীত তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষে এসে শীতের চরিত্র দেখা যায়নি।

এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ অনেকটা কম। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এছাড়া অন্যত্র তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কি না সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্র বা শনিবার বলা যাবে।

তিনি বলেন, এখন যেভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠছে। শীতের সময় এটা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছরের তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার