প্রাইম ভিশন ডেস্ক »
দেশের নারীদের খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সাম্প্রতিক কিছু বাধার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি লিখিত বিবৃতিতে নারী ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
আরো বলা হয়েছে, কেউ যদি নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে নারী ফুটবল ম্যাচ বন্ধের ঘটনায় স্থগিত ম্যাচগুলো আবারো চালুর নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসকরা জানিয়েছেন, তাদের জেলায় নিয়মিত নারী ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ আয়োজন করা হচ্ছে। এসব ম্যাচ শত শত মানুষ উপভোগ করেছেন ও স্থানীয়রা প্রশংসা করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকার গত এক মাসে দেশের অন্যতম বৃহৎ যুব উৎসবের আয়োজন করেছে, যেখানে শত শত গ্রামীণ জেলা ও উপজেলা শহরে নারী ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রত্যন্ত গ্রামগুলোতেও হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচে অংশ নিয়েছে।
উল্লেখ্য, নারী অধিকারের বিষয়ে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে আসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা নারীদের হাতে দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশে নারী ফুটবলের উন্নয়নে সহযোগিতা চেয়েছেন।