বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তে৯ কোটি টাকার ল্যান্ড ক্রুজারের দর ৩ কোটি

৯ কোটি টাকার ল্যান্ড ক্রুজারের দর ৩ কোটি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্যদের (এমপি) আনা ২৪টি গাড়িসহ ৪৪টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলেছে কাস্টম হাউজ।

সোমবার নিলামে ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ির দাম উঠেছে মাত্র ৩ কোটি ১০ লাখ টাকা। কেউ কেউ মাত্র ৪০-৫০ লাখ টাকাও দর দিয়েছেন।

চট্টগ্রাম কাস্টম হাউজে এদিন দুপুরে অনলাইন নিলামের দরপত্র খোলার পর দরপত্রদাতা বা বিডারদের দরের এই চিত্র পাওয়া যায়। প্রথম নিলামে এমন দর দেখে হতাশ সংশ্লিষ্টরা।

কাস্টম সূত্র জানায়, প্রথম নিলামে স্বাভাবিকভাবেই ক্রেতারা ‘টেস্ট কেস’ হিসাবে কম দর দিয়ে থাকেন। কাস্টম হাউজ নিলামে তোলা গাড়ির যে ভিত্তিমূল্য ধরে, তার অন্তত ৬০ শতাংশ দর না পেলে কর্তৃপক্ষ নিলাম চূড়ান্ত করে না। প্রত্যাশিত মূল্য বা দর পেতে দ্বিতীয় দফায় এসব গাড়ির নিলাম ডাকা হবে।

কাস্টম সূত্র আরও জানায়, ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির ভিত্তিমূল্য ধরা হয় ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা করে। দরপত্র খোলার পর দেখা গেছে মাত্র একটি গাড়ির জন্য একজন বিডার সর্বোচ্চ দর করেন ৩ কোটি ১০ লাখ টাকা।

একই ধরনের অন্য গাড়িগুলোর জন্য ৪০ লাখ থেকে ৫০ লাখ টাকা দর করা হয়। ৪৪ গাড়ির জন্য ১৩৭টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে এমপিদের জন্য আনা ২৪টি গাড়ি কিনতে আগ্রহ দেখান ১৪ বিডার।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, আশানুরূপ দর না পাওয়ায় নিলাম কমিটি এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়