বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে ২৪ ঘণ্টায় বত্রিশ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বত্রিশ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

ট্টগ্রাম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আরও ৩২ জনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেপ্তাররা হলো- ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল (৬০), কোতোয়ালী থানা ওলামালীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের প্রকাশ মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন প্রকাশ আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো. সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন হোসেন (২৪), মো. নাজমুল হোসেন (৪৩), মো. মনিরুলহক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮), মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর হোসেন খোকন (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সেলিম প্রকাশ বাদশা (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো.সোহেল (৩৭), মো. গিয়াস উদ্দিন (৩৭), বাউরিয়া ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন (৫০) ও বড়উঠান ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধর (৫২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়