রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেশেখ হাসিনা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

শেখ হাসিনা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনা ও তার পরিবারের সদস্যদের নামে ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে ।

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, ‘দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা অবরুদ্ধের আদেশ দেন।’

এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৪টি স্থগিত ব্যাংক হিসাবে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা খুঁজে পেয়েছে।

এছাড়া, বিএফআইইউ আটটি প্লট জব্দ করেছে। এর মধ্যে রয়েছে– ৬০ কাঠার একটি রাজউক প্লট, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা এবং ১০ শতক জমি, যার মূল্য ৮ কোটি ৮৫ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়