বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেকঠোর লকডাউনেও চীনে ৩ মৃত্যু

কঠোর লকডাউনেও চীনে ৩ মৃত্যু

প্রাইম ডেস্ক »

সাংহাইয়ে সপ্তাহব্যাপী লকডাউন শুরুর পর এই প্রথম সেখানে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু ঘটলো। একেবারে বয়স্ক এ তিনজনই সংঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন। সোমবার নগর সরকার একথা জানায়। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নগর সরকার জানায়, ‘হাসপাতালে নেওয়ার পর এ তিনজনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তাদেরকে বাঁচানোর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।’

কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ৮৯ ও ৯১ বছর বয়সী দুই নারী এবং ৯১ বছরের এক পুরুষ রয়েছেন। ওই পোস্টে আরো বলা হয়, তারা সকলে করোনারি হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

পৌরসভা স্বাস্থ্য কমিশন জানায়, চীনের পূর্বাঞ্চলীয় এ বাণিজ্য নগরীতে সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৪১৭ জনের উপসর্গ রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেখান থেকে সারাবিশ্বে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়