প্রাইম ডেস্ক »
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আমাদের জননেত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমিহীনদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অতুলনীয়। আওয়ামী লীগের আমলেই শুধু উন্নয়ন হয়।
মোতালেব বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে দেশের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা অব্যাহত রেখেছেন।
রোববার বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, আগামী ২৬ এপ্রিল সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে এওচিয়া মৌজায় ২৮ জন গৃহহীনকে ঘর প্রদান করবেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম ও সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।