প্রাইম ভিশন ডেস্ক »
৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।
রমজান মাসের সময়সূচি অনুযায়ী ২৯ ও ৩০ এপ্রিল সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা সময় অনুযায়ী, সারাদেশে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা আড়াইটা পর্যন্ত।
অন্যদিকে, ডিওএস সার্কুলার নং ১২ তে বর্ণিত অঞ্চলসমূহে ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।
২৯ ও ৩০ এপ্রিল তারিখে লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস বা বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।