প্রাইম ভিশন ডেস্ক »
চীনের শাওমির ইলেকট্রিক গাড়ি এলো ভারতের বাজারে। এই গাড়ির নাম শাওমি এসইউ৭। এটি একটি হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। সম্প্রতি ভারতের বাজারে এই গাড়ির বিক্রি শুরু হয়েছে। এই গাড়িতে রয়েছে তিন ধরনের ব্যাটারি প্যাক। ফুল চার্জে এই গাড়ি রেঞ্জ দিতে পারে ৮৩০ কিলোমিটার।
ভারতে শাওমির ইলেকট্রিক গাড়ি পাওয়া যাচ্ছে ৭৩.৬ কিলোওয়াট আওয়ার, ৯৪.৩ কিলোওয়াট আওয়ার এবং ১০১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে। এই গাড়িতে রিয়ার হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ দুই বিকল্পই পাওয়া যাবে। আধুনিক ফিচার্সে ঠাসা এই চার চাকা। গাড়িটিতে রয়েছে ১৬.১ ইঞ্চি টাচস্ক্রিন এবং ৫৬ ইঞ্চি হেডসআপ ডিসপ্লে।
সুরক্ষার জন্য গাড়িতে মজুত অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ( এডিএএস)। গাড়ির চালানোর সময় যদি চালকের মনোযোগ নষ্ট হয় তাহলে এলার্ট করবে এই এডিএএস। পাশাপাশি গাড়িতে একাধিক সেন্সরের মাধ্যমে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবে।
এই ইলেকট্রিক সেডান দারুণ সাড়া ফেলেছে আন্তর্জাতিক বাজারে। বিশ্বের শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থা হওয়ার লক্ষ্য শাওমির। ৪ দরজার এই ইলেকট্রিক সেডানের গাড়ির ডিজাইন অনেকটা বিখ্যাত স্পোর্টসকার পোরশের মতো বলতে পারেন। গাড়িজুড়ে রয়েছে এলইডি লাইটিং এবং কানেক্টেড এলইডি টেল লাইট।
ফিচার্স রয়েছে ঠাসা, প্রিমিয়াম স্পেসিফিকেশনে ভর্তি গাড়িটি। মিলবে ১৬.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ২৫ স্পিকার সাউন্ড সিস্টেম, সাতটি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইত্যাদি।
শাওমির ইলেকট্রিক গাড়ির মোটর ৬৭৩ পিএস শক্তি এবং ৮৩৮ এনএম টর্ক তৈরি করতে পারে এই চার চাকা। গাড়ির রেঞ্জ ফুল চার্জে ৭০০ থেকে ৮৩০ কিলোমিটার।
তিন ধরনের ব্যাটারি প্যাক থাকায় এতে তিন ধরনের ফাস্ট চার্জিং পাওয়া যাবে। টপ মডেলে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সময় লাগবে ১৯ মিনিট। গাড়ির দাম ভারতীয় মুদ্রায় ২৪.৭৮ লাখ রুপি থেকে ৩৪.৪৩ লাখ রুপির মধ্যে।