রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতাভর্তি চলছে ইডিইউতে, ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর এডমিশন ফেয়ার

ভর্তি চলছে ইডিইউতে, ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর এডমিশন ফেয়ার

প্রাইম ডেস্ক »

নিজের ও বোনের মেয়েকে সঙ্গে নিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) এসেছিলেন চট্টগ্রামের এক স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা ফারহানা হোসেইন। ক্যাম্পাসে এসেই দেখা হয়ে যায় কিছুটা দূরসম্পর্কের এক আত্মীয়র সঙ্গে। দীর্ঘদিন দেখা না হওয়ার আক্ষেপ ঘুচে গেল যেন। আর, এই সবই ঘটেছে আজ ২ এপ্রিল শনিবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এডমিশন ফেয়ারে।

সামার ২০২২ সেমিস্টারে ভর্তিচ্ছুদের সুবিধার্থে প্রতিবারের মতো এই ফেয়ারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনব্যাপী ভর্তি মেলায় বিশেষ ছাড়ে স্পট এডমিশনের সুযোগ তো থাকেই, এর পাশাপাশি ইডিইউ সম্পর্কে বিশদে জানারও সুযোগ থাকে আগ্রহীদের জন্য।

এডমিশন ফেয়ারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিষেবা প্রদানে ব্যস্ত ইডিইউর এডমিশন টিম

প্রতিবারের মতো এবারও শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তোলা মনোরম ক্যাম্পাস ঘুরে দেখে তাদের মুগ্ধতার কথা জানান মেলায় আগতরা। এছাড়া, ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলে জেনে নেন ইডিইউর পাঠদান পদ্ধতি ও বিষয়সমূহের বিশেষত্ব সম্পর্কে।
শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তুলতে ইডিইউ কর্তৃপক্ষ নিয়েছে নানান উদ্যোগ। মেলায় আগতদের সুবিধার্থে প্রতিটি উদ্যোগ ও কার্যক্রম নিয়ে আলাদা স্টল ছিলো মেলায়। ফলে, স্টলে ঘুরে ঘুরে কথা বলে ইডিইউতে ভর্তি হওয়ার সিদ্ধান্তের যথার্থতা যাচাই করে নিতে পারেন আগ্রহীরা। বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, সেন্টার ফর প্রফেশনাল ডেভলপমেন্ট এন্ড চেইঞ্জ, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, নেটওয়ার্ক এন্ড প্লেসমেন্ট সেল, ক্লাব কার্যক্রম, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য আগ্রহী শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করে তোলে।

সকাল ১০টায় শুরু হওয়া এ মেলা সন্ধ্য ৬টা পর্যন্ত চলে। মেলা শেষ হলেও ইডিইউতে ভর্তি কার্যক্রম চলবে পুরো মাস জুড়েই। বিবিএ, এমবিএ, ইংরেজি অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ডাটা এনালিটিক্সে এমএসসি এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে। আগ্রহীরা

admissions.eastdelta.edu.bd অথবা ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজে ভর্তির যাবতীয় তথ্য জানতে পারবে। এছাড়া ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২, ০১৩১১-১০৪৫৩৪, ০১৩১১-১০৪৫৩৭ নম্বরে কল বা হোয়াটসএপে ম্যাসেজ করেও জেনে নেয়া যাবে ভর্তির তথ্য। বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়