প্রাইম ডেস্ক »
অ্যালিসা হিলির ব্যাটে ইতিহাস, তাতে বিশাল সংগ্রহ মেলে অস্ট্রেলিয়া নারী দলের। নারীদের ক্রিকেটে ইনিংসটা পাহাড় সমান। সেটা টপকে জিততে হলে ইংল্যান্ডকে পাড়ি দিতে হতো বিশাল পথ। এই পথে কেবল ন্যাট স্কিভার দলকে টানতে পারলেন, করলেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু সেটা যথেষ্ট হলো না। বড় জয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া।
রোববার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নারীদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই শিরোপা জয়ে রেকর্ডটা আরও সমৃদ্ধ হলো অজি নারীদের। এবার নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতলেন তারা। যা এই আসরের সর্বোচ্চ। ইংল্যান্ড চারবার ও নিউজিল্যান্ড একবার জিতেছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা অ্যালিসা হিলির ইতিহাস গড়া ইনিংস এবং রেচেল হেইন্স ও বেথ মুনির ব্যাটে ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে অজিরা নারীরা। জবাবে অ্যালানা কিং, জেস জোনাসেন, মেগান শাটদের বোলিং তোপের মুখে ন্যাট স্কিভারের সেঞ্চুরিও কাজে আসেনি। ৪৩.৪ ওভারেই ২৮৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশ নারীরা।
বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ন্যাট স্কিভার ছাড়া কেউই দলকে ব্যাট হাতে পথ দেখাতে পারেননি। ডানহাতি এই অলরাউন্ডার ১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১৪৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। যা পুরুষ ও নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তৃতীয় সেরা ব্যক্তিগত ইনিংস, রিকিং পন্টিং এখন তার পেছনে।
এ ছাড়া ট্যামি বিউমন্ট ২৭, অধিনায়ক হিথার নাইট ২৬, অ্যামি জোন্স ২০ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অ্যালানা কিং ও জেস জোনাসেন ৩টি করে উইকেট নেন। মেগান শাট ২টি উইকেট পান।
এর আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার হয়ে ইতিহাস গড়েন মিচেল স্টার্কের স্ত্রী নারী দলের ওপেনার অ্যালিসা হিলি। ডানহাতি এই ওপেনার ১৩৮ বলে ২৬টি চারে ১৭০ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। পুরুষ ও নারীদের ওয়ানডে বিশ্বকাপে যা সর্বোচ্চ রানের ইনিংস।
এ পথে তিনি পেছনে ফেলেছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ভিভ রিচার্ডসদের। বিশ্বকাপের ফাইনালে ১৪৯ রানের ইনিংস খেলে এতোদিন রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন গিলক্রিস্ট। গিলিকে দুই নম্বরে নামিয়ে দিলেন হিলি।
ইনিংস উদ্বোধন করতে নেমে ৪৬তম ওভারে আউট হল হিলি। হেইন্স ও মুনিও এইদন দারুন ব্যাটিং করেছেন। হেইন্স ৯৩ বলে ৭টি চারে ৬৮ ও মুনি ৪৭ বলে ৮টি চারে ৬২ রান করেন। অধিনায়ক মেগ লিনিং ১০ ও এলিসা পেরি ১৭ রান করেন। ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সোফি একলেসটোন একটি উইকেট পান।