প্রাইম ভিশন ডেস্ক »
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের সূত্র বলছে, সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের নিয়ন্ত্রণাধীন ওই কারখানাটি বিদ্রোহীদের হাতে যাওয়ার আশঙ্কায় এই হামলা চালানো হয়। খবর- জেরুজালেম পোস্ট
আইডিএফ প্রধান লেফটেন্যান্ট-জেনারেল শনিবার সিরিয়ার সীমান্ত পরিদর্শনের সময় বলেন, আমরা নিশ্চিত করছি যেন স্থানীয় কোনো পক্ষ আমাদের দিকে অগ্রসর না হয়। প্রয়োজনে শক্তিশালী আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে আমাদের।
এদিকে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত স্যাটেলাইট টেলিভিশন আল-মানার জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী রোববার সকালে দক্ষিণ সিরিয়ায় স্থল আক্রমণের ঘোষণা করেছে।
অন্যদিকে, বিরোধী সূত্র চ্যানেল ১২-কে জানায়, তারা এই অঞ্চলে শান্তি বজায় রাখতে আগ্রহী।
আইডিএফ আরও নিশ্চিত করেছে যে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে পরিস্থিতি বিবেচনায় গোলান মালভূমি অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার গোলান মালভূমি সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করেছে।