বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeমুল পাতাদুর্বল ব্যাংকগুলো যেকোনো উপায়ে উদ্ধার করবো: গভর্নর

দুর্বল ব্যাংকগুলো যেকোনো উপায়ে উদ্ধার করবো: গভর্নর

প্রাইম ভিশন ডেস্ক »

দুর্বল ব্যাংকগুলোকে যেকোনো উপায়ে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরাপ অডিটোরিয়ামে ‘মাইক্রো ফাইনান্স ইন বাংলাদেশ ২৪’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “যেসব ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না, আমি আশ্বস্ত করছি হয় টাকা ফেরত দিবো বা বন্ডের মাধ্যমে দেয়া হবে।”

তিনি বলেন, “এই বছরের মধ্যেই দুর্বল ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১০ বছর আগে থেকেই বলে এসেছি, এস আলমের ব্যাংকে টাকা না রাখার জন্য। কিন্তু দুই শতাংশ বেশি মুনাফার জন্য আপনারা টাকা রেখেছেন।”

আগামী পাঁচ বছর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য আরো চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, “বর্তমানে সারাদেশে ২৪ হাজার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা রয়েছে। ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো প্রায় ৬০ হাজার এজেন্ট ব্যাংকিং হয়ে যাবে।”

তিনি বলেন, “মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর জন্য আরো চ্যালেঞ্জ হচ্ছে। এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো ঋণ দিচ্ছে ও গ্রাফ থেকে আমানত নিচ্ছে। এছাড়া সামনে ডিজিটাল ব্যাংক আসছে, সেটিও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে।”

গভর্নর জানান, গত ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করেছে যা আগের বছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি। তিনি বলেন, “এর মধ্যে ৯৯ হাজার কোটি টাকা পেয়েছে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তারা।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়