শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeমুল পাতাবাধার মুখে অপু, যা বললেন পরীমনি ও মাহিয়া মাহি

বাধার মুখে অপু, যা বললেন পরীমনি ও মাহিয়া মাহি

প্রাইম ভিশন ডেস্ক »

সম্প্রতি টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির পর এবার জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরীমনি এবং ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের সংবাদের লিংক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মজা না? মজা মজা।’

এদিকে অপু বিশ্বাসের সঙ্গে ঘটা ঘটনায় ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি।

তিনি লিখেছেন, দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমনির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।

জানা গেছে, বুধবার ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেন।

থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন।

সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছেন। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি- এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা অপু বিশ্বাস।

প্রসঙ্গত, এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার