বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeমুল পাতাচবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিকদের গায়ে হাত তোলা ও লাঞ্ছনার অপরাধে ১০ জন ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এরমধ্যে শিক্ষককে চড় মারার অপরাধে একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

স্থায়ী বহিষ্কার করা ওই ছাত্রীর নাম আফসানা এনায়েত এমি। তিনি চবির আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় অন্য ৯ জন ছাত্রীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন— ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, চারুকলা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি, ওশানোগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীফারজানা ইয়াসমিন পুতুল, যোগাযোগ সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লি মজুমদার, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা এবং মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী।

প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও যাদের বিষয়ে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়