প্রাইম ডেস্ক »
কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় ট্রাফিক বক্সের পিছন থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল ৯টায় লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।