মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাসাজেকে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ, আটকা ৪২৫ পর্যটক

সাজেকে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ, আটকা ৪২৫ পর্যটক

প্রাইম ভিশন ডেস্ক »

রাতে ভারী বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারির আক্তার।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, রাতের ভারী বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর, গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি ইউএনওকে জানানো হয়েছে।

বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়