মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতারাঙামাটিতে আবাসিক হোটেলে চট্টগ্রামের নারীর লাশ উদ্ধার

রাঙামাটিতে আবাসিক হোটেলে চট্টগ্রামের নারীর লাশ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার এলাকার হোটেল গোল্ডেন হিল থেকে মুন্নি আক্তার (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, মৃত নারী মুন্নি আক্তার চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তার স্বজনেরা নাম-পরিচয় শনাক্ত করেছে। এদিকে, নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার কুতুবউদ্দিনকে (৪৮) আটক করা হয়েছে।

হোটেল সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার নামের ওই নারী নিজেকে ঢাকার বাসিন্দা মুন্না সরকার পরিচয় দিয়ে গত ২৬ জুলাই ওই হোটেলে উঠেন। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ৫ নম্বর রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান হোটেলের লোকজন। পরে রুমের দরজা ভেঙে গলায় গামছা পেঁচানো ওই নারীকে সিলিংফ্যান থেকে নামান। এরপর রাত দেড়টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়