মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাশাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।’

সোমবার (৬ অক্টোবর) দুপুরে দলের নাটোর জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ ভাবে কারও সঙ্গে নির্বাচন করবে কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নভেম্বরের মধ্যেই সব জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটির কমিটি দেবে এনসিপি।’

সমন্বয় সভায় দলটির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্মা সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়