মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাউখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতভর গুলির শব্দ

উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতভর গুলির শব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে উখিয়ার কয়েকটি সীমান্ত এলাকার পাশাপাশি বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তর থেকে থেমে থেমে ভেসে আসছে গোলাগুলির প্রচন্ড শব্দ; এতে আতংকে রয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসার ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচণ্ড শব্দ ভেসে আসতে শুনেছেন বলে স্থানীয়রা জানায়। পার্শ্ববতী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও গোলাগুলির শব্দ ভেসে আসার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। গোলাগুলির শব্দ ভেসে আসার সময় কেউ কেউ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান নেন। অনেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত জেগে কাটিয়েছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন জানিয়েছেন, মধ্যরাতে গোলাগুলির শব্দ ভেসে আসার খবরটি শুনে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সীমান্তে বিজিবি সতর্কতার সাথে নজরদারি অব্যাহত রেখেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের সরকারি বাহিনীকে যুদ্ধে হটানোর পর থেকে মিয়ানমার অভ্যন্তরের পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসওসহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। ইতোমধ্যে মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।

এর আগে সর্বশেষ গত ৪ অক্টোবর মধ্যরাতেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের চাকমা পাড়া সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়