বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeমুল পাতামানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে : রাজীব রঞ্জন

মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে : রাজীব রঞ্জন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ময়নামতি মেডিকেল কলেজের সদ্য প্রকাশিত চূড়ান্ত পেশাগত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৩৮ জন চিকিৎসকের শপথ গ্রহণ অনুষ্ঠান।

আজ মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের এসিস্ট্যান্ট হাই কমিশনার ডা রাজীব রঞ্জন। নবীন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা কাজী আবদুল মান্নান।

শপথ বাক্য সমূহ মনের গভীরে অনুধাবন করার জন্য অধ্যক্ষ মহোদয় বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক ডা আবদুল বাকী আনিছ, প্রকল্প পরিচালক ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা নাজমুস সাদাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইনি বিভাগের প্রধান ডা শাকিলা নার্গিস। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা মো রফিকুল ইসলাম সরকার।

মধ্যাহ্ন ভোজনের পর দুপুর ২টার সময় ময়নামতি মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় এসিস্ট্যান্ট হাই কমিশনার ডা রাজীব রঞ্জন উনার সুচিন্তিত দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

শিক্ষা গ্রহণ শেষে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য পরামর্শ প্রদান করেন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

গতকাল প্রকাশিত ২য় পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ ও আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য ভারতীয় শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করা হয়।

মতবিনিময় সভার সভাপতির দায়িত্ব পালন করেন ময়নামতি মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডা কাজী আবদুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা মাহমুদুল হক ও পবিত্র গীতা পাঠ করেন ডা জয়াশীষ দেবনাথ।

অনুষ্ঠানটি সফল করার পেছনে ইন্টার্ন ডাক্তার মাজেদুল ইসলাম সানি ও কলেজ সচিব আনিছুর রহমান মিঠু নিরলস পরিশ্রম করেন। সকলের সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর