বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeপ্রবাসবাংলাদেশ-ভারতের মধ্যে আবারও ট্রেন চালু হচ্ছে

বাংলাদেশ-ভারতের মধ্যে আবারও ট্রেন চালু হচ্ছে

প্রাইম ডেস্ক »

বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী সব ট্রেনের চলাচল আগামী ২৬ মার্চ থেকে পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে। এ নিয়ে আলোচনার জন্য আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে রেল মন্ত্রণালয়। এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।রেলের একটি উচ্চপর্যায় জানিয়েছে, রোববার রেল সচিবের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় রেলকে জানিয়ে দেওয়া হবে।২০২০ সালে করোনা মহামারি শুরু হলে দু’দেশের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

এখন করোনা পরিস্থিতি প্রায়ই স্বাভাবিক হয়ে আসায় পুনরায় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ভারত তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড প্রটোকল পাঠিয়েছে। বাংলাদেশের প্রটোকল কী হবে, তা নিয়ে রোববারের বৈঠকে আলোচনা হবে।

এ ছাড়া ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত রেলের টিকিট অনলাইনে বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া আছে। এ অবস্থায় আন্তঃদেশীয় ট্রেন চালু হলে টিকিট কীভাবে বিক্রি হবে, সেটিও ভাবতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়