রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeখেলাধুলাসিরিজ খেলতে শ্রীলংকায় যাচ্ছে অস্ট্রেলিয়া

সিরিজ খেলতে শ্রীলংকায় যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রাইম ডেস্ক »

আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলংকা সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৬ সালের পর অস্ট্রেলিয়া দলের প্রথম লংকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এবারের লংকা সফরে তিনটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৭ জুন থেকে ১২ জুলাই হবে তিন ফরম্যাটের ম্যাচগুলো।

৭ জুন টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার সফর। টি-২০ সিরিজের পরের দু’টি ম্যাচ হবে ৮ ও ১১ জুন। তিনটি ম্যাচই হবে কলম্বোতে।

১৪ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে। সিরিজের বাকী ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৬, ১৯, ২১ ও ২৪ জুন। প্রথম দুই ওয়ানডে ক্যান্ডিতে। আর পরের তিনটি ওয়ানডে কলম্বোতে। ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ।

২৯ জুন থেকে টেস্ট সিরিজ শুরু। ৮ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ টেস্ট দু’টি হবে গল-এ।

সিরিজ নিয়ে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা রোমাঞ্চকর কিছু লড়াইয়ের অপেক্ষায় আছি। ৬ বছর আগে শ্রীলংকায় এসেছিল অস্ট্রেলিয়া দল। আমরা তাদের আতিথেয়তা দিতে মুখিয়ে আছি।’

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি নিক হকলি বলেন, ‘এ বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে দারুণ প্রতিযোগিতামূলক টি-২০ ম্যাচ খেলেছি আমরা। ২০১৬ সালের পর প্রথমবার শ্রীলংকা সফর নিয়ে আমরা দারুণ উত্তেজিত। আশা করছি সফরটি প্রতিদ্বন্দ্বিতাপুর্ন হবে।’

২০১৬ সালে সর্বশেষ শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো অস্ট্রেলিয়া। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে ৪-১ ব্যবধানে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে অজিরা।

অস্ট্রেলিয়ার শ্রীলংকা সফরের সূচি :

৭ জুন: প্রথম টি-২০, কলম্বো
৮ জুন: দ্বিতীয় টি-২০, কলম্বো
১১ জুন: তৃতীয় টি-২০, কলম্বো

১৪ জুন: প্রথম ওয়ানডে, ক্যান্ডি
১৬ জুন: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্ডি
১৯ জুন: তৃতীয় ওয়ানডে, কলম্বো
২১ জুন: চতুর্থ ওয়ানডে, কলম্বো
২৪ জুন: পঞ্চম ওয়ানডে, কলম্বো

২৯ জুন থেকে ৩ জুলাই: প্রথম টেস্ট, গল
৮ থেকে ১২ জুলাই: দ্বিতীয় টেস্ট, গল

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়