রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeটপ নিউজচট্টগ্রামে ভোজ্যতেলের ‘খনি’ বের হয়ে আসছে

চট্টগ্রামে ভোজ্যতেলের ‘খনি’ বের হয়ে আসছে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযানে মজুত করা তেল বের হয়ে আসছে। নগরের পাহাড়তলীর বিল্লি লেনের সিরাজ সওদাগরের দোকানের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

এক দোকানির গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ সোমবার দুপুর ১২টায় পাহাড়তলী বাজারের বিল্লি লেইনের সিরাজ সওদাগরের দোকানের গুদাম থেকে ‘অবৈধভাবে’ মজুত করা এসব তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, রমজানের আগে কেনা এসব তেল সিরাজ সওদারগর গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না। মোট ১ হাজার ৫০ কার্টুনে অন্তত ১৫ হাজার লিটার তেল তিনি গুদামে রেখেছিলেন। আইন অনুযায়ী তাকে জরিমানা করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়