বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামএক জালেই ১৫০ কেজির কোরাল

এক জালেই ১৫০ কেজির কোরাল

প্রাইম ডেস্ক »

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের একটি সামদ্রিক কোরাল (ভোল মাছ) ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়।

শনিবার সকালে দ্বীপে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মাছটির আনুমানিক ওজন ১৫০ হবে বলে ধারনা করা হচ্ছে।

সেন্টমার্টিনের স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দীন যুগান্তরকে জানান, শনিবার সকালে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব কোনো অর্থাৎ ঠুড়া মাথা নামক স্থানে প্রতিদিনের মত টানা জাল ফেলেন রশিদ আহাম্মদ।

কিছুক্ষণ পরে তার জাল ভারি হলে সাগর তীরে তুলে দেখেন বড় আকৃতির একটি কোরাল মাছ তার জালে ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় ব্যাপারিরা ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়