বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeমুল পাতাযে কারণে ন্যাড়া হলেন ডিজে সনিকা !

যে কারণে ন্যাড়া হলেন ডিজে সনিকা !

প্রাইম ডেস্ক »

ডিজে সনিকাকে অনেকেই চেনেন। দেশের সফলতম নারী ডিজে তিনি। মিউজিকের বাইরে ব্যতিক্রম ফ্যাশনের সুবাদে আলোচনায় থাকেন। কখনো ইতিবাচক সাড়া পান, কখনো আবার নিন্দা সহ্য করতে হয় তাকে।
তবে প্রতিক্রিয়া নিয়ে কখনোই ভাবিত নন ডিজে সনিকা।

নিজের খেয়াল-খুশি মতোই চলতে পছন্দ করেন। সেটার প্রমাণ আবারও দিলেন। নিজের মাথার সমস্ত চুল ফেলে দিয়েছেন তিনি। একেবারে ন্যাড়া হয়ে গেছেন।

সম্প্রতি ফেসবুক পেজে ন্যাড়া মাথাসহ ছবি পোস্ট করেছেন ডিজে সনিকা। গত ৪ এপ্রিল ন্যাড়া হয়েছেন বলে জানান তিনি। তাকে এমন রূপে দেখে তার মেয়েও অবাক। বলেছে, ‘তোমাকে ঠিক মায়ের মতো লাগছে না!’

এদিকে সম্প্রতি ডিজে সনিকা অংশ নিয়েছেন একটি টিভি অনুষ্ঠান। সেখানে তিনি ন্যাড়া হওয়ার কারণ পরিষ্কার করেছেন। সনিকা বলেন, ‘আমাকে যারা অনুসরণ করে, সেই ভক্তরা জানেন, আমি সবসময় নিজেকে নিয়েই এক্সপেরিমেন্ট করি, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করি। যখন আমি ডিজে শুরু করি, তখন আমার লম্বা কালো চুল ছিল। এরপর কিছু সময় যাওয়ার পর আমি চুলে কালার দিলাম, শর্ট বব করলাম, সবুজ করলাম, লাল করলাম, ব্লন্ড করলাম। এখন দেখি সব স্টাইল করা শেষ। কী করা বাকি? একমাত্র চুল ফেলে দেওয়া বাকি।’

অনেক আগে থেকেই চুল ফেলে দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান সনিকা। তার ভাষ্য, এটা আমার অনেক আগের প্ল্যান। কিন্তু আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছে, এখন উপযুক্ত সময়। তাই চুল ফেলে দিয়েছি। নিজের হাতেই চুল ফেলেছি।

ঈদের পর ডিজে শো নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সনিকা। কেননা এমন টাক মাথায় তেমন কাউকে পারফর্ম করতে দেখা যায় না। সে হিসেবে ডিজে ভুবনে ভিন্ন মাত্রা যোগ করতে চলেছেন সনিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

জয়েন্টের ব্যথা এড়ানোর তিন টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর