প্রাইম ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার কড়ইবনিয়া ও নাইক্ষ্যংছড়ি গর্জনবনিয়ায় অভিযান চালিয়ে ছয় লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেফতারকৃতরা হলো জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহমদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫), চাকবৈঠা পশ্চিম দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ ও রফিক আলম।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির।
তিনি বলেন, ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রেজুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইকবালের সিন্ডিকেটের অপর সদস্য রফিক আলমকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, মূলত ঈদকে টার্গেট করে ইয়াবার চালানটি দেশে আসছিল। ২০১৯ সালের পর উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান এটি। গ্রেফতারকৃত বিরুদ্ধে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।