শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeচট্টগ্রামটেকনাফে ১০ কোটি টাকার ভয়ংকর মাদক জব্দ

টেকনাফে ১০ কোটি টাকার ভয়ংকর মাদক জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোরে টেকনাফের সীমান্তবর্তী এলাকার দমদমিয়া ও শাহপরীর দ্বীপে পৃথক অভিযান চালিয়ে বিজিবি এসব মাদক উদ্ধার করে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির টহল টিম নাফ নদীর কামালের জোড়া নামক এলাকায় কেওড়া বনে অভিযান চালিয়ে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। কারবারিরা এসব মাদক মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে টেকনাফে পাচার করছিল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পলিথিন মোড়ানো এসব মাদক ফেলে পালিয়ে যায। পরে বিজিবি সদস্যরা এই তা উদ্ধার করে।

অন্যদিকে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের আরেকটি টহল টিম সোমবার ভোরে নাফ নদীর শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে। মাদক কারবারিরা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে এসব আইস পাচার করছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার