রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeশিক্ষাআগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও একই সিলেবাসে

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও একই সিলেবাসে

প্রাইম ভিশন ডেস্ক »

একই রকম ‘কাস্টমাইজড’ সিলেবাসে নেওয়া হবে এবার ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি এবং দাখিল-আলিম পরীক্ষা। তবে এবারের এ চারটি পরীক্ষা হবে আংশিক নম্বরে আর আগামী বছর হবে পূর্ণ নম্বরে।

এ লক্ষ্যে ইতোমধ্যে সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হয়েছে। ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা আছে।

আগামী বছরের পরীক্ষার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যদিও মহামারি পরিস্থিতির কারণে এ পরীক্ষা পেছানোর আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার ছুটিতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি। এ কারণে চাহিদার নিরিখে নির্ধারিত সিলেবাস কেটে ছোট করা হয়েছে। এক্ষেত্রে বিষয় বিবেচনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাঠ কমেছে।

জানা যায়, এসএসসি ও এইচএসসিতে দুবছরে স্বাভাবিক কর্মদিবস ৩৬৮ দিন। নিয়ম অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালের ১ জানুয়ারি। আর এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল একই বছরের ১ জুলাই। কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকে। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর সপ্তাহে সশরীরে ক্লাস শুরু হয়।

যদিও পরের ঢেউয়ে ফের দুই মাস বন্ধ ছিল। গত ২ মার্চ সশরীরে ক্লাস শুরু হয়। এ কারণে ২০২২ সালের পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বহাল রাখা হয়েছে। এ অবস্থায় সিলেবাস কমানোর ক্ষেত্রে এসএসসিতে ১৫০ কর্মদিবস বরাদ্দ করা হয়েছে। আর এইচএসসিতে কর্মদিবস রাখা হয়েছে ১৮০ দিন।

সিলেবাস সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গতবছরের মে ও জুন মাসে প্রকাশ করা হয়েছে। স্কুল ও কলেজ সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করলে সিলেবাস পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন সোহেল তাজ

হঠাৎ আলোচলায় দীপিকা-কঙ্গনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়