প্রাইম ডেস্ক »
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের পর্দা ও বাস্তব জীবনের কেমিস্ট্রি দর্শকমহলে বেশ জনপ্রিয়। স্ত্রীর প্রশংসায় বরাবরই পঞ্চমুখ নায়ক। এবারো তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী ও শ্বশুরের প্রশংসা করেছেন রণবীর। বলে রাখা ভালো- দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন প্লেয়ার।
নায়িকার ছোট বোন অনিসা গলফার। দীপিকাও কম যান না, নায়িকা হওয়ার আগেই ন্যাশনাল লেভেলে ব্যাডমিন্টন খেলেছেন তিনি। এখন নিয়মিত না খেললেও দক্ষতা কমেনি। প্রতিবার স্বামী রণবীরকে হারিয়ে দেন তিনি।
রণবীর বলেন, আমার তো মনে পড়ে না, আমি কখনো জিততে পেরেছি কি না? ২০১২ সালে আমরা ডেট করা শুরু করি। এই ১০ বছরে আমি প্রতিবার ওর (দীপিকা) কাছে হেরেছি। ভাববেন না আমি চেষ্টা করি না। টানা দৌড়াদৌড়ি করতে থাকি, ঘেমে যাই, তবুও লাভ হয় না। আগে ৫-১০ পয়েন্ট পেতাম। এখন ১৫-১৬ পাই।
অন্যদিকে শ্বশুর প্রসঙ্গে নায়কের ভাষ্য, আপনাদের আমি বলে দেই, আমার শ্বশুর প্রকাশ পাড়ুকোন এখনো প্রো ব্যাডমিন্টন খেলায়। নিজে কোর্টের এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর উল্টো দিকে যে থাকবে তাকে এদিক ওদিকে দৌঁড় করাবে। তিনি একজন সত্যিকারের কিংবদন্তি।