শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeবিনোদন২৩ বছরেই ২৫০ কোটির সম্পদের মালিক এই অভিনেত্রী

২৩ বছরেই ২৫০ কোটির সম্পদের মালিক এই অভিনেত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয়। খুব অল্প সময়েই নিজস্ব স্বকীয়তায় ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নাত জুবায়ের। মাত্র ২৩ বছর বয়সেই সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ অভিনেত্রী।

অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তাকে পারিশ্রমিক দিতে হয় ১৮ লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে।

জান্নাত শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান পারদর্শী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’ এবং ‘তু আশিকি’। এ ছাড়া রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

পাশাপাশি রিয়ালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেন।

মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত। এ ছাড়া নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন। এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।

ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে প্রায় ৫ কোটি মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার