শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে উন্মুক্ত কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস

চট্টগ্রামে উন্মুক্ত কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস

প্রাইম ভিশন ডেস্ক »

মঞ্চে জেমস মানেই যেন অন্য রকম উন্মাদনা। উপস্থিত দর্শকদের পাগলামো আর হৈ-হুল্লোড়। আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত এই রকস্টার। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন তিনি।

জানা গেছে, জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফরম করবে এ সময়ের আলোচিত আরো সাতটি ব্যান্ড। সেই তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।

আয়োজকরা জানায়, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট।

সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা।

সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে শো-স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার