শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeবিনোদনযে কারণে আলোচনায় সাফা কবির

যে কারণে আলোচনায় সাফা কবির

প্রাইম ভিশন ডেস্ক »

গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাফা কবিরের দুটি ছবি, যেখানে বলা হচ্ছে এ অভিনেত্রী নাকি তার ঠোঁট ও নাকে সার্জারি করিয়েছেন! আর এমন গুজবে বেশ চটেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তিনি জানান, পুরো বিষয়টি গুজব, এগুলো সত্য নয়।

সাফা কবির জানান, আমি কয়েকদিন ধরেই দেখছি বিষয়টি কিন্তু আমার মনে হয়েছিল যে, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেখছি এটা বেড়েই চলেছে এবং অসত্য প্রকাশ করা হচ্ছে নানামাধ্যমে।

সার্জারি প্রসঙ্গে অভিনেত্রী বলেন- আমি কোন সার্জারি করাইনি, আর করানোর কোন প্রয়োজনও তো দেখছি না। কিন্তু মানুষ কোথা থেকে কি মিলিয়ে যে নানারকম মিথ্যা রটাচ্ছে, সেটাই বুঝতেছি না। এতে করে আমি ও আমার পরিবার মানসিকভাবে এবং খুবই বিভ্রান্ত বোধ করছি।

সবার কাছে অনুরোধ করে অভিনেত্রী জানান- সবার কাছে অনুরোধ, কেউ মিথ্যা তথ্য ছড়াবেন না। আর আমি যদি সার্জারি করাতাম তাহলে সেটা স্বীকার করতে তো আমার কোন সমস্যা নেই। কারণ, শোবিজের অনেকেই সার্জারি করেছেন, করেন। এটা খুবই স্বাভাবিক এবং যার যার ব্যক্তিগত ব্যাপার।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার