শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeলাইফস্টাইলপ্লাস্টিক চাল চেনার সহজ কৌশল

প্লাস্টিক চাল চেনার সহজ কৌশল

প্রাইম ভিশন ডেস্ক »

বাজারে এখন ভেজালের ছড়াছড়ি। সব খাবারেই এখন ভেজাল পাওয়া যাচ্ছে। ফল থেকে শুরু করে শাক-সবজি সবেতেই এখন নানান রাসায়নিক মেশানো হচ্ছে। যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। অবাক করা তথ্য হচ্ছে, বাজারে এখন প্লাস্টিক চালও বিক্রি হচ্ছে!

প্লাস্টিক চাল প্রধানত চীনে উৎপাদিত হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এ চাল ছড়িয়ে পড়ছে। তাই বাজারে সাধারণ চালের পাশাপাশি প্লাস্টিক চাল থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। না চেনার কারণে হয়তো নিজের অজান্তেই সেগুলো কিনে নিয়মিত খাচ্ছি। একটু সাবধান হলে প্লাস্টিক চাল চেনা সম্ভব। চলুন জেনে নেয়া যাক প্লাস্টিক চাল চেনার সহজ উপায়-

>> প্লাস্টিক চাল রান্না করার সময় অনেকক্ষণ শক্ত থাকে। সাধারণ চালের ক্ষেত্রে তা হয় না।

>> চাল রান্না করে রেখে দিন। দুই-তিন দিনেও যদি তাতে পরিবর্তন না আসে বুঝবেন সেটি প্লাস্টিকের চাল।

>> একটি পাত্রে তেল গরম করে তাতে চাল ঢেলে দিন। চাল প্লাস্টিক হলে তা পাত্রের তলায় শক্ত হয়ে জমে থাকবে।

>> এক চামচ চাল এক গ্লাস পানিতে ঢেলে নাড়াচাড়া করুন। উপরে ভেসে উঠলে বুঝবেন সেটি প্লাস্টিক চাল। প্লাস্টিক চাল সরাসরি আগুনে দেয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। এভাবেও প্লাস্টিক চাল নির্ণয় করতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার