মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেনগরে দেয়াল ধসে আহত ৫

নগরে দেয়াল ধসে আহত ৫

প্রাইম ডেস্ক »

চট্টগ্রামে দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা যাওয়ার আগে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। আমরা আরো আহত দুজনকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পাঠাই। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এটি ছিল একটি সীমানা দেয়াল। এ দেয়ালের পাশেই একটি ভবন নির্মানের জন্য ফাইলিংয়ের কাজ চলমান রয়েছে। এ কারণে দেয়াল ধসের ঘটনা ঘটতে পারে।

ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, চৌমুহনী এলাকায় একটি দেয়াল ধসে পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়