বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেভারত গমনে চট্টগ্রামের নাগরিকদের সব সুবিধা অব্যাহত থাকবে : রাজীব

ভারত গমনে চট্টগ্রামের নাগরিকদের সব সুবিধা অব্যাহত থাকবে : রাজীব

প্রাইম ডেস্ক »

ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর বন্ধন রয়েছে।ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নানা ক্ষেত্রে বাড়ছে।

তিনি বলেন, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে সবার মধ্যে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করতে হবে। বাংলাদেশে হিন্দু, মুসলিম সৌহার্দ্যপূর্ণ বসবাসের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন দৃষ্টান্ত। অতীতের মতো ভারত-বাংলাদেশের সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে এবং ভারত গমনে চট্টগ্রামের নাগরিকদের সবরকম সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার হাজারী লেন বাসন্তী পূজা উদযাপন পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বাসন্তী মায়ের মুখন্মোচন করেন সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর পুলক খাস্তগীর, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

স্বপন দে ও শিবু প্রসাদ দাশের সঞ্চালনায় বক্তব্য দেন গৌতম নন্দী বাপ্পী, খোকন দাশ, প্রশান্ত কুমার পান্ডে, সত্যজিত চৌধুরী, সন্তোষ দে, শিল্পী চৌধুরী, সাবেক ছাত্রনেতা লিটন দাম দে, অয়ন দাশ, অভি চক্রবর্ত্তী প্রমুখ। শেষে সঙ্গীতানুষ্ঠানে গান করেন শিল্পীরা।শ, বিপ্লব চৌধুরী প্রতাপ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর