প্রাইম ডেস্ক »
এবার ঈদেও শোনা যাবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও নিজের ইচ্ছে ও শখ থেকে গান পরিবেশন করেন তিনি। তার গান সোশ্যাল মিডিয়ায় চলে নানা আলোচনা ও সমালোচনা ঝড়।
এবারও এটিএন বাংলায় নতুন ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির কথা গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান জানান, ঈদের দিন রাতে ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ এই একক সংগীতানুষ্ঠান। এবারও ১০টি মৌলিক গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। সবাইকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক, সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। নিজের ওপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন।