রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেকোটি কোটি টাকার ইয়াবাসহ বিদেশি নাগরিক আটক

কোটি কোটি টাকার ইয়াবাসহ বিদেশি নাগরিক আটক

প্রাইম ডেস্ক »

কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে টেকনাফ ২ বিজিবি সদস্যরা।

আটক কামাল হোসেন মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে বিজিবির পৃথক দুইটি বিশেষ টহল দল নাফ নদী এলাকার জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর সাঁতার কেটে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দুই ব্যক্তিকে দ্বীপের দিকে আসতে দেখে অবস্থানরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। রাতের আধারে একজন দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়।

পরে বস্তাটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদকের চালানসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়