রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেএবার জানা গেল প্রাথমিক শিক্ষকদের ঈদুল আজহার ছুটি

এবার জানা গেল প্রাথমিক শিক্ষকদের ঈদুল আজহার ছুটি

প্রাইম ডেস্ক »

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দিতে ঈদুল আজহার ছুটির সঙ্গে আগের নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হয়েছে। ফলে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। বুধবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

অফিস আদেশে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়