প্রাইম ভিশন ডেস্ক »
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনাটিকিটে ট্রেন ভ্রমণকাণ্ডে দেশব্যাপী তোলপাড়ের ঘটনায় গণমাধ্যমের অবস্থানে ক্ষুব্ধ মন্ত্রীর শ্বশুরকুলের আত্মীয়স্বজনরা। রোববার দুপুরে এ ঘটনার মূল অভিযোগকারী ও রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মণির ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাতে এসে সংবাদকর্মীদের দেখেই ক্ষোভ প্রকাশ করে বিষোদ্গার করতে থাকেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের সরকারবিরোধী আখ্যায়িত করে গণমাধ্যমই বাংলাদেশের একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে গণমাধ্যমকর্মীদের ফোনে বিভিন্ন প্রশ্নবাণে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম, অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানাহেঁচড়া করেছেন।
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন। যেটা না করলেও পারতেন। আমি যা বলার তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই।
রোববার দুপুর থেকে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি তলব করলে এদিন ডিসিও কার্যালয়ে হাজির হন টিটিই শফিকুল ইসলাম, গার্ড ও বিনাটিকিটধারী তিন ট্রেনযাত্রীসহ ১৪ জন।