প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির বরকলে দুবৃর্ত্তদের গুলিতে লক্ষ্মী চন্দ্র চাকমা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লক্ষ্মী চন্দ্র চাকমা ইউপিডিএফের (ইউনাইটেড পিপল ডেমোক্রেটি ফ্রন্ট) সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হানা দিয়ে লক্ষ্মী চন্দ্র চাকমার বাড়ি ঘেরাও করে ঘরে ঢুকে তাকে গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই লক্ষ্মী চন্দ্র মারা যান। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল গেছে। লক্ষ্মী চন্দ্র কয়েক বছর আগে ইউপিডিএফের সদস্য ছিলেন। এ ঘটনায় কারা জড়িত, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
বরকল থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য বরকল থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থল গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।