বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেমালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গা উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার ভোররাতের দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে তাদের উদ্ধার করে নৌবাহিনীর ‘বানৌজা আলী হায়দার’ জাহাজ।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ জন পুরুষ ও এক শিশু।

তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। উদ্ধারকৃতদের সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়