শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
spot_img
Homeমুল পাতাসিডিএ’র নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম

সিডিএ’র নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি বর্তমান চেয়ারম্যান মো. ইউনুছের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী মো. নুরুল করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ২৪ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছকে তিন বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। মাত্র চার মাস আট দিন দায়িত্ব পালন শেষে তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বীর মুক্তিযোদ্ধা মো.ইউনুস আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মুক্তিযোদ্ধা বিজয় মেলার মহাসচিব ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২২ ও ২৯ আগস্ট বৈষম্য বিরোধী চট্রগ্রাম সমাজের ব্যানারে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি উঠে।

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়