প্রাইম ভিশন ডেস্ক »
কারাগার থেকে পালাতে গিয়ে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নিরাপত্তারক্ষীদের গুলিতে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। কারাগারের হাসপাতালসহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন বলে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু বলেছেন, হাসপাতালসহ কারগারের প্রশাসনিক ভবনগুলোতে আগুন লেগে যাওয়ার ঘটনায় বন্দিরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
এই ঘটনায় প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১২৯ জন মারা গেছে বলে জানা গেছে।
তিনি বলেন, এই ঘটনায় স্থাপনার বেশ ক্ষতি হয়েছে। ঘটনার পর তিনি প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান।