রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতানগরীর ঐতিহ্যবাহী সব স্থাপনা সংরক্ষণ করা হবে : মেয়র

নগরীর ঐতিহ্যবাহী সব স্থাপনা সংরক্ষণ করা হবে : মেয়র

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টেশ্বরী মন্দির শুধু উপাসানালয় নয়, এটি চট্টগ্রাম নগরীর একটি ঐতিহ্যবাহী স্থান। নগরীতে যেসব ঐতিহ্যবাহী স্থান রয়েছে তা পর্যায়ক্রমে সংস্কার ও ঐতিহ্যের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

তিনি চট্টেশ্বরী মন্দিরটি নতুনভাবে সংস্কার এবং মন্দিরের অভ্যন্তরে যে পুকুরটি রয়েছে তা সংস্কার, পুকুরের চারদিকে ওয়াকওয়ে নির্মাণ, পূজা করার ও প্রসাদ বিতরণের স্থান সংস্কার এবং পূজারীদের  স্নানের স্থান সংস্কারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্দির কমিটির নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।

আজ সোমবার সকালে চট্টেশ্বরী রোডস্থ ঐতিহ্যবাহী চট্টেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র আরো বলেন, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আনন্দঘণ ও শান্তিপূর্ণ পরিবেশÑ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত চট্টগ্রাম নগরী বিনির্মাণে বদ্ধপরিকর। তিনি নগরীর উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মন্দিরের প্রধান সেবায়ত অরুণ চক্রবর্ত্তী, সেবায়ত ডা. বিজয় চক্রবর্ত্তী প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়