প্রাইম ডেস্ক »
চট্টগ্রামে প্রতিদিন বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার একদিনেই উপজেলাগুলোতে ১১২ জনের আক্রান্তের খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
সোমবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ও সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, রোববার সর্বশেষ ৯৪ জন আক্রান্তের খবর জানিয়েছিল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে ডায়রিয়া রোগীর চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার এক চিঠিতে প্রতিটি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।