শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeমুল পাতা সাংবাদিকদের কি উপদেশ দিলেন মুমিনুল

 সাংবাদিকদের কি উপদেশ দিলেন মুমিনুল

প্রাইম ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেটে তিন ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটারটির নাম মুশফিকুর রহিম। টেস্টে তো পরিসংখ্যানে তিনিই সেরা এবং সবচেয়ে অভিজ্ঞ। সেই মুশফিক বারবার সমালোচিত হচ্ছেন রিভার্স সুইপ কিংবা স্কুপ খেলতে গিয়ে আউট হয়ে। আজ শেষ হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে নিজেদের প্রথম ইনিংসেও তিনি এই কাণ্ড করেছেন! দলের মহাবিপদের সময় রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিসর্জন দেন মুশফিক।

এরপর থেকেই দেশ-বিদেশের ক্রিকেটাঙ্গনে চলছে মুশফিককে নিয়ে সমালোচনা।
জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনও গতকাল মুশফিকের এমন শট খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ ৩৩২ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুমিনুল হককে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। জবাবে তিনি দলের ‘বড় ভাই’ মুশফিককে সমর্থন দেওয়ার কথাই বলেন, ‘আপনারা আসলে এটা নিয়ে বেশি কথা…আসলে বলতেই পারেন। আমার কাছে মনে হয় উনার…আসলে রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট। তাই না? ক্রিকেটের বাইরে কোনো শট না। অবশ্যই এটা একটা শট। ‘

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এই শট তো খেলতেই পারেন উনি। উনার পরিকল্পনায় যদি এই শট থাকে তাহলে তো খেলবেই। আর এমন না যে, এই শট খেলে উনি খেলে রান করেনি বা খুব অসফল। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি। এটাই আর কি। দেখেন আমি তো এর আগেও বলেছি এই শটে কিন্তু সফলতা পেয়েছেন। আপনিও দেখেছেন। আমি দেখেছি। …একটা সময় কিন্তু আমাকে নিয়েও (শট নিয়ে সমালোচনা) ছিল, অনেকের সময়ই ছিল। ‘

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে মুমিনুল বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে এভাবে হয়ে যান…আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, ইভেন আপনার দেশের জন্য খারাপ। উনি যদি শটটা খেলে এবং সফলতা পায় তাহলে তো হলোই। ‘

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়