প্রাইম ডেস্ক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলাম মানবতার ধর্ম। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। নামাজ, রোজা, হজ্বের মতো সাধারণ অসহায় মানুষদের সাহায্য করাও ইবাদত।
আজ ১১ এপ্রিল সোমবার সকালে মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক মো ফিরোজের সভাপতিত্ব ও নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভির সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, ইউনিট আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম, শাহেদ হায়দার খান, আলমগীর কবির, রাশেদুল আনোয়ার খান, তৌহিদুল ইসলাম রনি, মো আসাদুর রহমান খান, মো জাবেদ, মো. ফারুক, রাশেদ চৌধুরী, মো ইসমাইল,মাশফিকুল ইসলাম রাফি,আরিয়ান চৌধুরী আশিক, সজীব, তাহীম,আরমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।